ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

সিলেটে চোরাই পথে আসা চি‌নিবোঝাই ১৪ ট্রাক জব্দ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৬ জুন ২০২৪   আপডেট: ১১:৪৭, ৬ জুন ২০২৪
সিলেটে চোরাই পথে আসা চি‌নিবোঝাই ১৪ ট্রাক জব্দ

সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনির এ যাবতকালের সবচেয়ে বড় চালান জব্দ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইয়াগাও থেকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাইকৃত ১৪টি ট্রাক, একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আযবাহার আলী শেখ জানান, এসএমপি'র (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক জব্দ করা হয়। এখানে কত বস্তা চিনি রয়েছে তা গণনা চলছে। এ সময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়। 

অভিযানের সময় চোরাচালানের সাথে জড়িতরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

নূর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়