কালিয়ার প্রান্তিক চাষিদের নারিকেল গাছের চারা বিতরণ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার প্রান্তিক চাষিদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬জুন) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ চারা বিতরণ করা হয়।
কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের সভাপতিত্বে নারিকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুবুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ববিতা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সরকার কৃষকদের কল্যাণে অনেক পদক্ষেপ নিয়েছেন। নারিকেল গাছের চারা বিতরণ তারই একটা অংশ। কৃষকদের এ চারা রোপণ ও সঠিক পরিচর্যার মাধমে বাঁচিয়ে রাখার নির্দেশনা দেন তারা।
শরিফুল/টিপু