কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। এর দৈর্ঘ্য ১০ ফুট ও প্রস্থ ২ ফুট। এটির শরীরের চামড়া পুরোপুরি উঠানো ছিল।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে জোয়ারে সৈকতের মিরাবাড়ি এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর দেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের সহায়তায় ডলফিনটি মাটিচাপা দেয়।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর সঠিক কারণগুলো বের করা হয়।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মৃত ডলফিনটি যাতে সৈকত এলাকায় দুর্গন্ধ না ছড়াতে পারে এজন্য ঘটনাস্থলে বন কর্মীদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ইমরান/ফয়সাল