ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুরের নকলায় খালের পানিতে গোসল করতে গিয়ে ছোট ভাই ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- স্থানীয় আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলে নার্সারিতে পড়তো। এদিকে দুই সহোদর ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায় মারিয়া ও মাসুদ। পরে মাসুদ হঠাৎ খালের পানিতে তলিয়ে যায়। তার তলিয়ে যাওয়া দেখে তাকে বাঁচাতে গিয়ে বোন মারিয়াও ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারিয়া ও মাসুদের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের খান বলেন, খালের পানিতে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুই ভাই-বোনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তারিকুল/ফয়সাল