ভাই-বোনের লাশ মিললো পুকুরে
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কক্সবাজারের রামু উপজেলায় রেললাইন সংলগ্ন ব্রিজের নিচে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রিহাব (৭) ও মারিয়া (৫) ওই এলাকার সৌদি প্রবাসী মো. আব্দুল্লাহর সন্তান।
স্থানীয়দের বরাতে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয় রেল লাইনের ব্রিজের নিচের জলাশয়ে জাল ফেললে দুই ভাই-বোনের লাশ উঠে আসে।
মৃত দুই ভাই-বোনের দাফনের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
তারেকুর/ইমন