ঢাকা     সোমবার   ০৮ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৪ ১৪৩১

চট্টগ্রামে হেলে পড়া পাঁচতলা ভবন খালি করতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৭ জুন ২০২৪   আপডেট: ১০:৪৫, ৭ জুন ২০২৪
চট্টগ্রামে হেলে পড়া পাঁচতলা ভবন খালি করতে নির্দেশ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় হেলে পড়া পাঁচতলা ভবন খালি করতে নির্দেশ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

শুক্রবার (৭ জুন) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল বড়ুয়া পাড়াস্থ বৌদ্ধ মন্দির সংলগ্ন নবরত্ন নামের একটি পাঁচতলা ভবন পাশের ভবনের ওপর অন্তত ১২ ইঞ্চি হেলে পড়েছে।

‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় ভবনটি খালি করতে মালিককে চিঠি দেওয়া হয়েছে।’ - যোগ করেন তিনি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিদর্শন প্রতিবেদনে জানানো হয়েছে, পাঁচতলা ভবনটি ১২ ইঞ্চি হেলে পড়ে পাশের ভবন থেকে ১৮ ইঞ্চি দূরে অবস্থান করছে। এ অবস্থায় ভবনটি খালি করতে মালিককে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ভবনটির বিষয়ে ব্যবস্থা নিতে চসিকের প্রধান নির্বাহী বরাবর চিঠি দেওয়া হয়েছে।

রেজাউল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়