গোপালগঞ্জে পোড়ানো হলো লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৬ জুন) দিনভর উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বালাডাঙ্গা গ্রামের বাঘিয়ার নদী ও খাল থেকে এসব চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খাল ও নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ফেলে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। মাছের সঙ্গে আটকা পড়ে খাল ও নদীর জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই দেশীয় মাছ রক্ষার্থে নদী ও খালে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযান চলাকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, পৌরসভার কাউন্সিলর মঈনুল ইসলাম অপু প্রমূখ উপস্থিত ছিলেন।
বাদল/টিপু