ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

৩২ হাজার টাকায় নিলাম হওয়া স্কুল পুনঃনিলাম হলো আড়াই লাখ টাকায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৭, ৭ জুন ২০২৪   আপডেট: ১১:৪০, ৭ জুন ২০২৪
৩২ হাজার টাকায় নিলাম হওয়া স্কুল পুনঃনিলাম হলো আড়াই লাখ টাকায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩২ হাজার টাকায় নিলাম হওয়া ১টি স্কুল ভবন পুনঃনিলামে বিক্রি হয়েছে ২ লাখ ৩৬ হাজার টাকায়। এছাড়াও পুনঃনিলামে আরও ২টি ভবন আগের চেয়েও ৬/৭ গুণ বেশি দামে বিক্রি হয়। 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার নিলাম ডাক পরিচালনা করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এক লাখ ৩৬ হাজার টাকা, নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দুই লাখ ৩৬ হাজার টাকা ও নুরপুর ক্যাপ্টেন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এক লাখ সাত হাজার টাকায় নিলাম ডাকে বিক্রি হয়। এর আগে রাধানগরের ভবন ২৮ হাজার ৫০০, নয়াদিলের ভবন ৩২ হাজার টাকা ও নুরপুরের ভবন ১৩ হাজার টাকায় নিলাম ডাকে বিক্রি করা হয়। 

গত ১ ফেব্রুয়ারি হওয়া মোট আটটি ভবনের নিলাম ডাক নিয়ে প্রশ্ন উঠে। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। ওই সময় আটটি ভবন মাত্র এক লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম শান্তনু চৌধুরীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের প্রেক্ষিতেই ফের তিনটি ভবনের নিলাম ডাক হয়। 

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিলাম ডাক কমিটির সভাপতি রাবেয়া আক্তার সাংবাদিকদেরকে জানান, বাকি পাঁচটি ভবন নিলামের বিষয়ে তদন্ত কোনো আপত্তি ছিলো না। আপত্তি থাকা তিনটি বিদ্যালয়ের ভবন আগের চেয়ে বেশি দামে নিলামে বিক্রি হয়।

মাইনুদ্দীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়