ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন ফের স্থগিত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ৭ জুন ২০২৪  
বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন ফের স্থগিত

আদালতের এক আদেশে আগামী ৯ জুনের নির্ধারিত বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন ফের স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) হাইকোর্টে করা এক রিটে এ নির্বাচন স্থগিত চান ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুন। পরে হাইকোর্টের বিচারক ফারাহ মাহমুদ ও মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশনা দেন।

এর আগে, গত ২৯ মে নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

বগুড়া জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাইদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুল আজহার ছুটি পরের দুই সপ্তাহ পর্যন্ত সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন হাইকোর্টের রিটে স্থগিত করা হয়েছে।

এনাম/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়