ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শায়েস্তাগঞ্জে ১৪৬৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১৩

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ৭ জুন ২০২৪  
শায়েস্তাগঞ্জে ১৪৬৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১৩

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অবৈধভাবে আসা ৫টি ট্রাকভর্তি ১৪৬৫ বস্তা ভারতীয় চিনিসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত চিনির দাম কোটি টাকার বেশি।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিজাম উদ্দিন (৩৮), মুক্তার হোসেন (২৬), সাজ্জাত আলী (৪৫), মো. তামীম (১৯), হারুন আল হাবিব রশিদ (২৬), রুবেল আলী (৪০), হানিফ আলী (২০), ফখরুল ইসলাম (৪২), আকমল হোসেন (২৫), মোয়াজ্জেম আলী (২৫), সেলিম রেজা (৪৭), রকি মিয়া (২২) ও রাজীব আলী (২৩)। তারা রাজশাহী ও সিলেটের বাসিন্দা।

আরো পড়ুন:

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেউন্দি মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে চিনির এ চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এসব চিনি ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে।

মামুন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়