ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জেরে গুলি করে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৭ জুন ২০২৪   আপডেট: ১৭:৫২, ৭ জুন ২০২৪
নারায়ণগঞ্জে পূর্বশত্রুতার জেরে গুলি করে হত্যার অভিযোগ

নিহত মনু মিয়া

নারায়ণগঞ্জের বন্দরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে মনু মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মনু মিয়া ওই এলাকার কামাল উদ্দীনের ছেলে।

নিহতের স্ত্রী সাবিনা আক্তার বলেন, পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ি থেকে জোরপূর্বক তাকে তুলে নিয়ে গুলি করে ও পিটিয়ে হত্যা করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত মনু মিয়া একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন।

আরো পড়ুন:

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

অনিক/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়