ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৭ জুন ২০২৪  
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ জুন) দুপুরে শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা, পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা এবং ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি এলাকায় ঝড় বৃষ্টির সময় বাড়ির বাহিরে থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়।

এসব তথ্য নিশ্চিত করেছে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার।

নিহতরা হলেন- শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা মহল্লার শ্রী সুভাষ বোকতের স্ত্রী ববি বোতক (২৩), শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামের রাকিউল ইসলামের মেয়ে মোসা. কবিতা খাতুন (১১) ও ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি-হঠাৎপাড়ার এসলামের মেয়ে আমেনা খাতুন (১০)।

স্থানীয়দের রবাতে পুলিশ জানিয়েছে, শিবগঞ্জে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয়ে যায় গৃহবধূ ববি বোতক। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির পেছনের টিউবওয়েলে পানি আনতে গেলে বজ্রপাতে মারা যায় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী মোসা. কবিতা খাতুন। এদিকে ভোলাহাটের বড়গাছি এলাকায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গেলে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় শিশু আমেনা খাতুন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই দুই থানার ওসি।

শিয়াম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়