ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আনোয়ারায় আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৭ জুন ২০২৪   আপডেট: ১৯:২৩, ৭ জুন ২০২৪
আনোয়ারায় আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৫

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আহত ১৫ জন আহত হয়েছেন। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আনন্দ মিছিলকে কেন্দ্র করে শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সেন্টার এলাকার এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে আনোয়ারা থানা ও বন্দর ফাঁড়ি পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

আরো পড়ুন:

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়