ঢাকা     মঙ্গলবার   ০১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ১৬ ১৪৩১

পুকুরে ভাসছিল গৃহবধূর লাশ, ঘাটে পড়ে ছিল কাপড়চোপড়

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ৮ জুন ২০২৪   আপডেট: ১২:০৮, ৮ জুন ২০২৪
পুকুরে ভাসছিল গৃহবধূর লাশ, ঘাটে পড়ে ছিল কাপড়চোপড়

ফাইল ছবি

বরগুনার তালতলীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় সালমা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড় গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সালমা বেগম ওই গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোসলের জন্য ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন সালমা। পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। একপর্যায়ে বাড়ির পুকুরে সালমার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুকুর ঘাটে তার কাপড়চোপড় পড়ে থাকতে দেখা যায়।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়