ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

বাঘাইছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে ইউপিডিএফ

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৮ জুন ২০২৪   আপডেট: ১২:৩৬, ৮ জুন ২০২৪
বাঘাইছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে ইউপিডিএফ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকির প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে নির্বাচনের একদিন আগে বাঘাইছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ।

শনিবার (৮ জুন) সকাল থেকেই বাঘাইছড়িতে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের প্রভাব উপজেলা শহরে না পড়লেও শহর থেকে দূর পাল্লার কোনো যান ছেড়ে যায়নি। তবে উপজেলা শহরে ছোট যান চলাচল করছে। ইউপিডিএফ'র কর্মীরা অবরোধ সফল করার লক্ষ্যে তাদের স্ব- স্ব নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান নিয়েছে।

এর আগে শুক্রবার রাতে সংগঠনটির পক্ষ থেকে রাঙামাটি ইউনিটের প্রধান সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অবরোধ পালনের তথ্য জানানো হয়।

রোববার (৯ জুন) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ঘূর্ণিঝড় রেমাল-এর কারণে গত ২৯ মে বাঘাইছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করেছিলো নির্বাচন কমিশন।

উল্লেখ্য,  এই উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অলিভ চাকমা ও আঞ্চলিক দল এমএন লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি  সমর্থিত সুদর্শন চাকমা।

বিজয়/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়