ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ঝালকাঠির দুই উপজেলার নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৮ জুন ২০২৪  
ঝালকাঠির দুই উপজেলার নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ

ঘুর্ণিঝড় রেমালের কারণে চতুর্থ ধাপের স্থগিতকৃত ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল ৯ জুন অনুষ্ঠিত হবে। 

শনিবার (৮ জুন) দুপুরে এ উপলক্ষে কাঠালিয়া উপজেলার ৪০টি এবং রাজাপুর উপজেলার ৫০টি ভোট কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন সহকারি রিটার্নিং অফিসার।

ব্যালট ছাড়া অন্যান্য সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে। শুধুমাত্র ব্যালট পেপার ৯ জুন ভোরে কেন্দ্রে পাঠানো হবে। জেলার দুটি উপজেলায় মোট ৯০ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজাপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ১৬২জন ও কাঠালিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৭৩০ জন। রাজাপুর উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কাঠালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অলোক/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়