ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

আবারও ডুবলো সিলেট নগরী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৯ জুন ২০২৪   আপডেট: ০৮:৪২, ৯ জুন ২০২৪
আবারও ডুবলো সিলেট নগরী

ভারী বৃষ্টিতে আবারও ডুবলো সিলেট নগরীর বহু এলাকা। বাসাবাড়ি, দোকানপাট তলিয়ে যাওয়ার পাশাপাশি ডুবে যায় রাস্তাঘাট। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালেও পানি ওঠায় ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ৮টা থেকে বৃষ্টি শুরু হলেও রাত সাড়ে ৯টার দিক থেকে টানা ভারী বৃষ্টি শুরু হয়। এর ঘণ্টাখানেক পর থেকেই একে একে ডুবতে শুরু করে নগরীর বিভিন্ন এলাকা। শাহজালাল উপশহর, দরগা মহল্লা, পায়রা, জালালাবাদ, চৌহাট্টা, মিরবক্সটুলা, জামতলা, মনিপুরী রাজবাড়ি, মিরের ময়দান, সোবহানীঘাট, তেররতন, মেন্দিবাগ  এলাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে ও খবর নিয়ে জানা গেছে, ভারী বৃষ্টি শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যে বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। অনেক এলাকায় প্রথমে সড়ক ডুবে যায়। এরপর বাড়ি ঘরে পানি উঠতে শুরু করে।

সিলেট নগরের দরগাহ মহল্লার বাসিন্দা ফরেস্ট হিল স্কুলের সাবেক শিক্ষিকা সালমা সিদ্দিকার রিমা বলেন, রাত ১০টার দিকেই আমার পাড়ার রাস্তা ডুবে যায়। পরে প্রায় তিন ফুটের মতো পানি উঠে গেলে আমাদের বাসার সিড়ির গোড়া পর্যন্ত পানিতে ডুবে যায়।

লামাবাজার সরষপুরের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন,  হঠাৎ করে রাত সাড়ে এগারোটার দিকে ঘরে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ঘরে হাটু পানি। অনেক জিনিসপত্র পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

শিবগঞ্জ সোনার পাড়া এলাকার বাসিন্দা আনসার মিয়া বলেন, খাঁর পাড়া, সোনারপাড়া এলাকা ও এর আশপাশে হাটু পানি হয়ে গেছে। অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। 

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, রাতে হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ে। তাৎক্ষণিক রোগীদের বিকল্প ওয়ার্ডে একিভূত করে সেবা দেওয়া হয়।

সিলেট আবহাওয়া অফিসর সহকারী আবহাওয়াবিদ মো. সজিব জানিয়েছেন, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ মিলিমিটার এবং ৯টা থেকে ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন রাতে ভারী বৃষ্টিতে সিলেট নগরে জলাবদ্ধতা দেখা দেয়। পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। এতে দুর্ভোগে পড়েন এসব এলাকার বাসিন্দারা।

নূর/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়