১০১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নওগাঁয় নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (৮ জুন) রাতে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- বাহ্মমবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার খাউরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে সুমন বাপ্পি (৩৫) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মণ্ডলের ছেলে টুয়েল মণ্ডল।
রোববার (৯ জুন) দুপুরে নওগাঁ গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলন করে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।
গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্টভ্যানযোগে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে। পরে সন্তোষপাড়া পাকা রাস্তার উপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে যারা তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সুমন বাপ্পি ও টুয়েল মণ্ডলকে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় যারা পলাতক আছেন তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সাজু/ইমন