ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

বিলুপ্তির দ্বারপ্রান্তে রুহিতপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৯ জুন ২০২৪  
বিলুপ্তির দ্বারপ্রান্তে রুহিতপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

এক সময় খট খট শব্দে মুখরিত থাকতো রুহিতপুরের তাঁতশিল্প এলাকা৷ কিন্তু এখন অস্তিত্ব হারাতে বসেছে ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প৷ সুতাসহ সব উপকরণের মূল্যবৃদ্ধিতে তাঁতশিল্প বিলুপ্তির পথে ধাবিত হচ্ছে৷

এ শিল্পের উৎপাদিত লুঙ্গি, গামছাসহ নানা পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতো৷ তবে এখন সুতাসহ সকল উপকরণের মূল্যবৃদ্ধি হওয়ায় উৎপাদিত পণ্য লোকসান দিয়ে বাজারে বিক্রি করতে হচ্ছে৷ রুহিতপুরের অধিকাংশ তাঁত মালিক এ শিল্প বন্ধ করে বিকল্প ব্যবসা বেছে নিয়েছেন৷

তাঁতশিল্প মালিক আশিক মিয়া বলেন, ছোটবেলা থেকে বাবা-দাদাদের কাছ থেকে তাঁতের কাজ শিখেছি৷ অন্য কোনো কাজ জানি না, তাই এখনও তাঁতের কাজই করি৷ তবে সুতার দাম যেভাবে বাড়ছে এভাবে তাঁত ব্যবসায় টিকে থাকা সম্ভব না৷

তাঁতশিল্পের লুঙ্গি ব্যবসায়ী মহসিন বলেন, একসময় রুহিতপুরের অধিকাংশ ঘরেই তাঁতের কাপড়, লুঙ্গি, গামছা তৈরি করা হতো। সুতার দাম বেড়ে যাওয়ায় এখন অনেক তাঁতি ব্যবসা ছেড়ে দিয়েছেন। আমাদের বাপ-দাদার আমলের এই তাঁতের ব্যবসা। তাই আমরা এখনও তাঁত ব্যবসার সঙ্গে আছি। এখন গুটিকয়েক ঘরে তাঁত আছে এবং কিছু সংখ্যক লুঙ্গি তৈরি করা হয়৷

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ বলেন, রুহিতপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্প শিগগিরই পরিদর্শন করবো। এ শিল্প রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।

শিপন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়