ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ৯ জুন ২০২৪  
খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। তাদের মধ্যে এক জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মেছাঘোনা এলাকায় দুর্ঘটনাটি হয়।

খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান জানান, আজ দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুই জনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় বাসের দুই যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন।

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়