ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৯ জুন ২০২৪  
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে নিহত হওয়া বাংলাদেশির মরদেহ প্রায় ১০ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার (৯ জুন) দুপুর ১২টার দিকে খারেরা বিওপি হতে ১৫০ ব্যাটালিয়ন বিএসএফ কলমছড়া (বি কোং) ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছিলো।

বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ১০ ব্যাটেলিয়ন সেক্টর কমান্ডার শরিফুল ইসলাম। তিনি বলেন, আজ বিকেলে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের নিকট মরদেহ হস্তান্তর করেছে। বিএসএফ জানিয়েছে যে, তাদের উপর হামলা করেছিলো; তাই তারা গুলি নিক্ষেপ করেছে। তবে, মূল ঘটনা জানতে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

আরো পড়ুন:

উল্লেখ্য, রোববার সকাল ৮টার দিকে বুড়িচং বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে, নিহতের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানা যায়।

রুবেল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়