ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ মেয়েসহ নিখোঁজ গৃহবধূ বগুড়ায় উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ৯ জুন ২০২৪  
ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩ মেয়েসহ নিখোঁজ গৃহবধূ বগুড়ায় উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে তিনি কন্য শিশুসহ নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে তাদের বগুড়া থেকে উদ্ধার করা হয়। এসময় গৃহবধূর সঙ্গে থাকা এক যুবককেও আটক করা হয়েছে। পুলিশ তার নাম জানায়নি।  

উদ্ধার হওয়া গৃহবধূর নাম মোছা. খালেদা আক্তার রিতু (২৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের আতাউর রহমান ভুঁইয়ার স্ত্রী। তার তিন কন্যা সন্তানের নাম তাবাসসুম আক্তার (১০), তানিশা আক্তার (৭) ও হুমায়রা আক্তার (৫)।

আরো পড়ুন:

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৩ শিশু কন্যাসহ গৃহবধূ নিখোঁজ

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় তিন শিশুসহ গৃহবধূকে বগুড়া থেকে উদ্ধার করা হয়েছে। যে যুবককে পাওয়া গেছে তার সঙ্গে ওই গৃহবধূর আগে থেকেই সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে। গৃহবধূর জবানবন্দি নেওয়া হলে নিখোঁজের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ২ জুন রোববার বাবার বাড়ি বিজয়নগর থেকে শ্বশুরবাড়ি আখাউড়ায় ফেরার পথে ৩ কন্যাসহ গৃহবধূ রিতু নিখোঁজ হন। এ ঘটনায় ৮ জুন শনিবার দুপুরে নিখোঁজ গৃহবধূর বাবা আব্দুল আউয়াল ভুঁইয়া বিজয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়