ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

রাজশাহীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৯ জুন ২০২৪  
রাজশাহীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজশাহীতে এক ভ্যানচালককে গলাকেটে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৯ জুন) বেলা ১১টার দিকে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ৩ জন হলেন- রাজশাহীর চারঘাট পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল। আদালত তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২০ সালের ৯ অক্টোবর সন্ধ্যার পর চারঘাটের পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল উপজেলার মেরামতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ছেলে পরদিন থানায় মামলা করেন।

এ মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল তদন্ত কর্মকর্তা আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচার শেষে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

আসাদুজ্জামান মিঠু আরও জানান, রায় ঘোষণার সময় মামলার তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কেয়া/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়