ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

উপজেলা পরিষদ নির্বাচন

ঝালকাঠির রাজাপুরে মিলন ও কাঠালিয়ায় এমাদুল জয়ী

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ৯ জুন ২০২৪  
ঝালকাঠির রাজাপুরে মিলন ও কাঠালিয়ায় এমাদুল জয়ী

মিলন মাহামুদ বাচ্চু এবং এমাদুল হক মনির

উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠির রাজাপুরে মিলন মাহামুদ বাচ্চু এবং কাঠালিয়া উপজেলায় এমাদুল হক মনির বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন রোববার (৯ জুন) রাতে ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, রাজাপুরে মিলন মাহামুদ বাচ্চু ‘মোটরসাইকেল’ প্রতীকে ২১ হাজার ৫০ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজা আক্তার লাইজু ‘দোয়াত-কলম’ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট। 

এই উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদেআব্দুল্লাহ আল হাসান (বাপ্পি মৃধা) ও নারী চেয়ারম্যান পদে নাসরিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন:

কাঠালিয়া উপজেলায় এমাদুল হক মনির ‘দোয়াত-কলম’ প্রতীকে ২০ হাজার ৩৮২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া সিকদার । তিনি পেয়েছেন ১২ হাজার ৪৬৭ ভোট। 

কাঠালিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আব্দুল জলিল মিয়াজী ও নারী ভাইস চেয়ারম্যান পদে শাহিদা আক্তার বিন্দু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়