কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে রহিমা বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রহিমুল ইসলামের (৩০) বিরুদ্ধে।
রোববার (৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ি গ্ৰামের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত রহিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
নিহত রহিমা বেগম উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত রহিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রহিমা বেগমের চুলের মুটি ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকতে থাকেন রহিমুল ইসলাম। এতে রহিমার কপাল ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।
সৈকত/কেআই