চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাপেলা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর ইউনিয়নে কালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত একই গ্রামের মৃত নূর হকের স্ত্রী।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, চপলা খাতুন প্রতিবেশী মুহিদুল ইসলামের বাড়িতে মোটরচালিত টিউবওয়েলে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মামুন/কেআই