শৈলকুপা থানায় হামলা, ১১৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
একজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালানোর ঘটনায় ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪৫০/৫০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
রোববার (৯ জুন) রাতে শৈলকুপা থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরি।
তিনি জানান, রোববার বিকেলে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদে থানায় হামলার ঘটনায় ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞান ৪৫০/৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে শৈলকুপা থেকে ৫ জন ও কুষ্টিয়া থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে মোস্তাক শিকদার নামে এক এজাহার ভুক্ত আসামিকে গ্রেপ্তারের প্রতিবাদে শৈলকুপা থানায় হামলা চালায় তার অনুসারীরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন।
শাহরিয়ার/টিপু