ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বলে হেড করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১০ জুন ২০২৪   আপডেট: ১৯:০৬, ১০ জুন ২০২৪
বলে হেড করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়নভিত্তিক বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথমিক বিদ্যালয়ের খেলা চলাকালে বলে হেড দেওয়ার সময় গুরুতর আঘাত পেয়ে সামিউল ইসলাম (১০) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরে শালখুরিয়া বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারা যায় সে।

মারা যাওয়া সামিউল ইসলাম বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে শালখুরিয়া বেড়ামালিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। 

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন, উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত খেলা চলছিল। তিন শিক্ষার্থী ফুটবলে হেড করতে যান। এসময় গুরুতর আঘাত পান সামিউল। অসুস্থ হয় পড়লে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন:

মোসলেম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়