ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২ জন রিমান্ডে

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১০ জুন ২০২৪  
নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২ জন রিমান্ডে

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের প্রাইভেটকার পোড়ানো ও চাঁদাবাজি মামলায় সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এবং তার সহযোগী আব্দুর রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১০ জুন) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই মেহেদী হাসান এতথ্য জানান।

গত ৪ জুন বিকেল সাড়ে ৩টার দিকে নড়াইল সদরের কাড়ারবিল এলাকা থেকে চেয়ারম্যান উজ্জ্বল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। উজ্জ্বল শেখ গোবরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পরে তার সহযোগী একই গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে আব্দুর রাজ্জাককে (৩৪) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, নড়াইল সদর উপজেলা নির্বাচনে গত ২১ মে ভোট গ্রহণ হয়। নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে গোবরা গ্রামে নিউটন গাজীর বাড়িতে হামলা ও একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। এ ঘটনায় গত সোমবার নড়াইল সদর থানায় মামলা করেন নিউটন গাজী। মামলায় উজ্জ্বল শেখসহ ১৫ জনকে আসামি করা হয়।

শরিফুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়