ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

সিলেটে টিলা ধসে নিহতদের দাফন সম্পন্ন

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ১০ জুন ২০২৪  
সিলেটে টিলা ধসে নিহতদের দাফন সম্পন্ন

করিম উদ্দিন, স্ত্রী রুজি বেগম ও তাদের সন্তান তানিম

সিলেট মহানগরীর মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে মারা যাওয়া একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১০ জুন) রাত ৯টায় চামেলীবাগ জামেয়া মসজিদে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

মারা যাওয়ারা হলেন-  করিম উদ্দিন, তার স্ত্রী রুজি বেগম ও এই দম্পতির ছয় মাস বয়সী শিশুসন্তান তানিম।

এদিকে, মারা যাওয়াদের পরিবারকে ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। আহত চার জনের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

আরও পড়ুন: সিলেটে টিলা ধস, একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, নিহত করিম উদ্দিনের পরিবারকে ২৫ হাজার করে ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে। করিম উদ্দিনের বড় ভাই রহিম উদ্দিনসহ আহত চার জনকে দেওয়া হয় ৪০ হাজার টাকা।

এ বিষয়ে জানতে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের মুঠোফোনে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, আজ সোমবার ভোর ৬টার দিকে টিলা ধসে একটি আধাপাকা বাড়ির ওপরে পড়ে। এতে কয়েকজন মাটিচাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুপুর সাড়ে ১২টার দিকে তিন জনের লাশ উদ্ধার হয়।

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়