ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

নজর কেড়েছে ‘কালো মানিক’ 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১১ জুন ২০২৪   আপডেট: ১০:১৬, ১১ জুন ২০২৪
নজর কেড়েছে ‘কালো মানিক’ 

কুষ্টিয়া শহরতলির বারখাদা এলাকায় নজর কেড়েছে খামারি সাজুর ষাঁড়  ‘কালো মানিক’। সাজুর বাড়িতে হাজার কেজি ওজনের এই ষাঁড়টি দেখতে অনেকেই ভিড় করছেন। 

বারখাদার প্রান্তিক গো-খামারি সাজু ১ লাখ ২০ হাজার টাকায় শংকর জাতের একটি গরু কিনেছিলেন।
পাঁচ বছর ধরে পরম যত্নে লালন পালনের পর গরুটি এখন লম্বায় ৮ ফুট এবং উচ্চতায় সাড়ে পাঁচ ফুট হয়েছে। ওজন হয়েছে প্রায় হাজার কেজি। এবারের কোরবনির ঈদ উপলক্ষে তিনি ষাঁড়টির দাম ১০ লাখ টাকা হেঁকেছেন।

সাজু বলেন, শখ করে ষাঁড়টির নাম রেখেছি  ‘কালো মানিক’। 

জানান, অনেকে গরু দ্রুত মোটাতাজা করতে বিভিন্ন ওষুধ ও ফিড খাওয়ালেও এ ষাঁড়টিকে কখনোই ক্ষতিকারক কোনো কিছু খাওয়াননি তিনি। শুধু কাঁচা ঘাস, খেসারি, গম ও বিভিন্ন ডালবীজের খোসা ও চিটাগুড়ই গরুটির প্রিয় খাদ্য। 

বৃহদাকার এই ষাঁড়টি একনজর দেখতে এলাকার অনেকেই ভিড় করছেন সাজুর খামারে। সেখানে শহরতলির জুগিয়া এলাকার আব্দুর রহিম জানান, এত বড় আকারের গরু তিনি এর আগে কখনো দেখেননি।

কাঞ্চন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়