কয়েকদিনের তাপদাহের পর স্বস্তির বৃষ্টি চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গায় সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কয়েকদিনের মৃদু থেকে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজলো চুয়াডাঙ্গা। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ ও আউশ আবাদকারী কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (১০ জুন) রাতে হঠাৎ মেঘের গর্জনে ঝড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি নামে।
চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত ১ ঘণ্টায় ৩২ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিতে শহরে নিচু সড়ক নিচু এলাকাগুলিতে পানি জমে যায়। বৃষ্টিহীন চুয়াডাঙ্গায় বৃষ্টি হওয়ায় জনজীবনে স্বস্তি ফিরে আসার পাশাপাশি মাঠের উঠতি ফসলও সজিব হয়ে ওঠে।
চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিক পাড়ার কৃষক সেদো মল্লিক জানান, বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড খরায় মাঠের ফসল বাঁচাতে ঘন ঘন সেচ দিতে হচ্ছে। সেই সাথে মাঠে এখন আউশ ধান লাগানো চলছে। এ বৃষ্টিতে কৃষকদের ফসলের এবং আউশ আবাদে অনেক উপকার হবে।
মামুন/টিপু