ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

তিন ঘণ্টার চেষ্টায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১২ জুন ২০২৪   আপডেট: ১৫:০৫, ১২ জুন ২০২৪
তিন ঘণ্টার চেষ্টায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হারুন পাশা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গার্টেক্স গার্মেন্টসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন:

আরও পড়ুন: চট্টগ্রামে ঝুট গুদামে আগুন

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়