ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

সাজা থেকে বাঁচতে ৩৫ বছর ছিলেন পলাতক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১২ জুন ২০২৪   আপডেট: ১৯:২২, ১২ জুন ২০২৪
সাজা থেকে বাঁচতে ৩৫ বছর ছিলেন পলাতক

দস্যুতা মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) রাতে খুলনার লবনচোরা থানার জিন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাজা এড়াতে ৩৫ বছর পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত হাসান আলী সরদার জেলার ইন্দুরকানী উপজেলার লাহুরী গ্রামের মেসের আলী সরদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার দস্যুতা মামলায় হাসান আলী সরদারকে ১৯৮৯ সালে পিরোজপুর জেলা ম্যাজিস্ট্রেট সাত বছরের সাজা দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। খুলনা লবনচোরা থানার জিন্নাপাড়া এলাকায় বসবাস করছিলেন হাসান আলী সরদার। গতকাল মঙ্গলবার রাতে খুলনা গোয়েন্দা পুলিশের সহায়তায় ইন্দুরকানী থানার এসআই আ. জলিল ও এএসআই মুনছুর আলম অভিযান চালিয়ে হাসান আলী সরদারকে গ্রেপ্তার করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে সাজাপ্রাপ্ত আসামি হাসান আলী সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পলাতক ছিলেন।

তাওহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়