ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুড়িগ্রামে চোরাচালানের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১২ জুন ২০২৪  
কুড়িগ্রামে চোরাচালানের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস

চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসকে গ্রেপ্তার করেছে রাজিবপুর থানা পুলিশ।

বুধবার (১২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান। এর আগে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সেই মামলার ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করে রাজিবপুর থানা পুলিশ।

আরো পড়ুন:

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের পর তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

সৈকত/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়