কেএনএফ সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের গহীন এলাকা থেকে ভান লাল খিয়াং বম (৩০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (১২ জুন) দুপুরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের দুর্গম জুরবারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার হয়। পুলিশের ধারণা, মারা যাওয়া ব্যক্তি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মারা যাওয়া ব্যক্তির নাম ভান লাল খিয়াং বম। জুরবারাং পাড়ার বাসিন্দা লাল মিন সম বমের ছেলে তিনি। বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের জুরবারাং পাড়া এলাকার জঙ্গলে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের শরীরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম ছিল। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কেএনএফের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাইমং/মাসুদ