ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু 

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১২ জুন ২০২৪  
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যু 

নিহত রাজিবুল

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গার কুয়োতলায় ঢাকাগামী এসবি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজিবুল (৩০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুন) সকাল ৮টার দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিবুল আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের বুদো মন্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবদুল গনি মিয়া বলেন, গরু ব্যবসায়ী রাজিবুল সকাল ৮টায় তার নিজ গ্রাম হারদী থেকে মোটরসাইকেল যোগে হাটবোয়ালিয়া বাজারে ট্রাকে গরু লোড দেওয়ার জন্য যাচ্ছিল। রাজিবুল কুয়োতলা নামক স্থান অতিক্রম করার সময় ঢাকাগামী এসবি পরবহনের একটি বাসের ধাক্কায় রাজিবুল গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে হারদী হাসপাতাল ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু রাজিবুল চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান।

রাজিবুলের মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মরদেহের ময়নাতদন্তের কার্যক্রম চলছিল।

মামুন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়