ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুমারখালীতে চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১৩ জুন ২০২৪   আপডেট: ০৮:৪৫, ১৩ জুন ২০২৪
কুমারখালীতে চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে চুরি হওয়া ঘুমন্ত শিশু ইসরাফিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইসরাফিলের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরে। সে একই এলাকার জিয়াউর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১০ জুন) মায়ের সঙ্গে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। রাতে মা ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে সন্তান নেই। তাৎক্ষণিক বাড়ির সবাই নিয়ে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। বুধবার বিকেলে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাঞ্চন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়