ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাট ৮ ঘণ্টা বন্ধ 

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১৩ জুন ২০২৪  
পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাট ৮ ঘণ্টা বন্ধ 

পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে বিকল হওয়া ট্রাক সরাতে গিয়ে রেকার উল্টে যায়

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে বিকল হওয়া ট্রাক সরাতে গিয়ে রেকার উল্টে এ ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার প্রায় আট ঘণ্টা বন্ধ ছিল।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৩টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, ভোর ৫টার দিকে একটি ট্রাক ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে ওঠার সময় বিকল হয়ে যায়। এরপর ভোর সাড়ে ৫টার দিকে একটি রেকার দিয়ে ট্রাকটি সরানোর চেষ্টা করা হয়। এ সময় রেকারটি পন্টুনের ওপর উল্টে যায়। এরপর থেকে ঘাটটি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকে। তবে ৩ নম্বর ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন চলাচল করছিল। দুপুর দেড়টার পর রেকার ও ট্রাকটি সরানোর পর আবারও ঘাটটি স্বাভাবিক হয়।

আরো পড়ুন:

ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, উল্টে যাওয়া রেকার ও বিকল হওয়া ট্রাকটি সেখান থেকে সরানোর কাজ দ্রুত শেষ হয়েছে। এগুলো সেখান থেকে সরানোর পর ঘাটটি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়েছে। এখন ঘাট এলাকায় ভোগান্তি নেই।

চন্দন/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়