ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

খেজুর কুড়াতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১৩ জুন ২০২৪  
খেজুর কুড়াতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে পুকুর পাড়ে খেজুর কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টায় ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মন্নাছ আলীর মেয়ে নুসরাত (৮), রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও ছেলে মেহেদী (৬)।

রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুকুরের পাশে খেজুর গাছ থেকে পুকুরে খেজুর পড়ে। ওই খেজুর পানি থেকে আনতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত তিন শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মিলন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়