ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৪ জুন ২০২৪  
সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট তামাবিল মহাসড়কে চিনি বোঝাই পিকআপের ধাক্কায় মইনুল হুসেন আয়ানীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুলের উমনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মইনুল হুসেন ওই উপজেলার হাজী ইসা মেম্বারের ছেলে। তিনি গ্যাস ফিল্ডের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মইনুল ইসলাম। এ সময় পেছন থেকে বেপরোয়া একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ এখনো হাসপাতালে আছে।

 

নুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়