ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে যানজট
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৪ জুন) ভোর থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ধীর গতিতে যানবাহন চলাচল করছে।
এদিকে, অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। গাড়ির ধীর গতি ও আজ সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
খোলা ট্রাকে সিরাজগঞ্জগামী হেকমত আলী বলেন, আজ ভোরে তিন ঘণ্টার মতো গাজীপুরের চন্দ্রায় দাঁড়ানো ছিলাম বাসের জন্য। কোনো গাড়িতে উঠতে না পারায় বাধ্য হয়ে খোলা ট্রাকে বাড়ি ফিরছি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খুব কষ্ট হচ্ছে, গরমও লাগছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজেদুর রহমান জানান,গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে যানবাহনের চাপ বাড়তে শুরু করে এই মহাসড়কে। মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে, কেউ মারা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে।
কাওছার/মাসুদ