ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৪ জুন ২০২৪   আপডেট: ১৪:০৬, ১৪ জুন ২০২৪
বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতন-ভাতার দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শুক্রবার (১৪ জুন) সকাল ১০টার দিকে ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। কর্তৃপক্ষের আশ্বাসে দুপুর ১২টার দিকে  সড়ক থেকে সরে যান তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ ঈদে তদের বেতন ও বোনাস দিচ্ছে না। বিষয়টি নিয়ে মালিক পক্ষের সঙ্গে কয়েকবার কথা বলার চেষ্টা করা হয়েছে। গত জানুয়ারি মাসেও এটা নিয়ে মহাসড়ক অবরোধ হয়েছিল। এরপরও একই কাজ করছে কর্তৃপক্ষ। তারা শ্রমিকদের কোনো কথা শুনছে না। বাধ্য হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

আরো পড়ুন:

এ বিষয়ে জানতে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে ৮-১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রুবেল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়