ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় জাহিদ হাসান ওরফে শামসুল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার কল্যাণপুর-ফকল্যান্ড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান নাচোল উপজেলার নিজামপুরের আব্দুল মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পণ্যবাহী একটি ট্রাক ফকল্যান্ড মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
শিয়াম/কেআই