কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অভিযান, ১ কেজি হেরোইন উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে মালিকবিহীন অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার (১৪ জুন) বিকেলে বিজিবির বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে এই হেরোইন উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার মো. এ কে এম আলম খানের নেতৃত্বে বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান চালায়। এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় জিডি হয়েছে বলে জানিয়েছেন সুবেদার মো. এ কে এম আলম খান।
অপরদিকে কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ মো. আশিক রহমান (২৪) নামে একজন আটক হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় সদর উপজেলার ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আশিক রহমান মিরপুর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক কেনাবেচার গোপন সংবাদে ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় অভিযান চালায় র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল। এসময় ২০ বোতল ফেনসিডিলসহ আশিক রহমানকে আটক করা হয়। আশিক রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
কাঞ্চন/টিপু