ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

দক্ষিণের প্রবেশ পথে নেই যানবাহনের চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ১৫ জুন ২০২৪  
দক্ষিণের প্রবেশ পথে নেই যানবাহনের চাপ

ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দে যোগ দিতে বাড়ি ফিরছেন লাখ লাখ মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার হিসেবে খ্যাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে শনিবার (১৫ জুন) স্বাভাবিক সময়ের মতোই বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার এতথ্য জানান।

আজ শনিবার ভোর থেকেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের জটলা দেখা যায়নি। পদ্মা সেতুর দক্ষিণবঙ্গ অভিমুখের টোল প্লাজার ৭টি বুথে কোনো সমস্যা ছাড়াই টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ে প্রতি গাড়িতে সময় লাগছে ৫-৬ সেকেন্ড।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার বলেন, গতকাল শুক্রবার সকালের দিকে যানজট ছিল। বিকেলের পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শনিবার ভোর থেকে এই পথে নির্বিঘ্নে প্রতিটি যানবাহন চলাচল করছে। বাড়ি ফেরা মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

আরো পড়ুন:

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়