ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১৬ জুন ২০২৪   আপডেট: ১৩:৫৭, ১৬ জুন ২০২৪
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরায় ১ হাজার ৬৯০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় মাছ ধরার দুটি ট্রলারও জব্দ করা হয়।

শনিবার (১৫ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাথরঘাটা কোস্টগার্ড কমান্ডার মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধিতে সাগরে ৬৫ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এ সময় কিছু অসাধু জেলে মাছ শিকারে সাগরে গেছেন বলে খবর পায় কোস্টগার্ড। পরে অভিযান চালিয়ে দুটি ট্রলার ও বিভিন্ন প্রজাতির মাছসহ ১৩ জেলেকে আটক করা হয়। জব্দকৃত মাছ ৩৭ হাজার টাকায় নিলামে বিক্রি ও জেলেদের ৩৭ হাজার টাকা জরিমানায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইমরান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়