ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

পর্যটক বরণে নুতন সাজে কুয়াকাটা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৭ জুন ২০২৪  
পর্যটক বরণে নুতন সাজে কুয়াকাটা

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটকের পদচারণায় মুখোরিত হবে। ফলে আগে থেকেই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে নতুন সাজে সাজিয়ে তুলেছেন  ব্যবসাপ্রতিষ্ঠান। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদে উল্লেখযোগ্য আগাম বুকিং হয়নি বলে জানিয়েছে হোটেল মোটেল ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে আবাসিক হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া বাহারি নতুন পণ্য তুলেছেন প্রসাধন ব্যবসায়ী থেকে শুরু করে পোশাকের দোকানিরা। এ দিকে সৈকতের বেঞ্চ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাও দোকান রং করে সাজিয়েছেন বাহারি পণ্যে। তারাও প্রস্তুত ঈদের মৌসুমে পর্যটকদের বরণ করে নিতে। পর্যটকদের নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও নেয়া হয়েছে প্রস্তুতি।

কুয়াকাটা সৈকতের ফুসকা দোকানি সৈয়দ মিয়া বলেন,  ঘূর্নিঝড় রেমালের পর আমাদের বিক্রি অনেকটা কমেছে। আশা করছি ঈদে সৈকত এলাকায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। তাই পর্যটকের দৃষ্টি আকর্ষণের জন্য আমার দোকান নতুন করে রং করেছি। সৈকতের জিরো পয়েন্টসংলগ্ন কসমেটিক্স ব্যবসায়ী সুলতান মিয়া জানান, আমরা আশা করছি, প্রতি বছরের মতো এ বছরও কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে। তাই দোকানে নতুন পণ্য তুলেছি। 

কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন হোটেল ফ্রেন্ডস পার্কের স্বত্ত্বাধিকারী আরিফ সুমন জানান, বিগত বছরগুলোতে ঈদের এক সপ্তাহ আগেই সব রুম বুকড হয়ে যেতো। কিন্তু এ বছর এমন হয়নি। তারপরও আশা করছি, লাখ পর্যটকের সমাগম ঘটবে। তাই হোটেল-মোটেলগুলো ধুয়ে নতুনভাবে রুমগুলো সাজিয়েছি। 

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, প্রতিটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের পাশাপাশি থানা পুলিশ, নৌপুলিশ ও সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমণ উপভোগ করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। 

ইমরান//


সর্বশেষ

পাঠকপ্রিয়