ঢাকা     বৃহস্পতিবার   ২৭ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৮ জুন ২০২৪   আপডেট: ১৬:১৯, ১৮ জুন ২০২৪
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হিরা ও মুক্তা নামে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার দেবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

দুই বছর বয়সী হিরা ও মুক্তা দেবীপুর গ্রামের প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। তাদের মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইয়াছিন ব্যাপারি আমিন। তিনি বলেন, পুকুরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন আশপাশে বাচ্চাদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি করে। এক সময় বাড়ির পাশে পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

লিটন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়