ঢাকা     বৃহস্পতিবার   ২৭ জুন ২০২৪ ||  আষাঢ় ১৩ ১৪৩১

দিনাজপুরে সড়কে গেল মা-ছেলের প্রাণ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১৮ জুন ২০২৪   আপডেট: ২৩:১০, ১৮ জুন ২০২৪
দিনাজপুরে সড়কে গেল মা-ছেলের প্রাণ 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও তার ৬ মাসের ছেলের মৃত্যু হয়েছে। এ সময় চার জন আহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের উপজেলার দলুয়া পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকার মাহাবুব ইসলামের স্ত্রী খাইরুন্নাহার (২৩) ও ছেলে আবুজার। বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান। 

মুজিবুর রহমান জানান, পঞ্চগড় থেকে রংপুরগামী এইচ এ প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৩-২১৪০) ভ্যানে ধাক্কা দেয়। স্থানীয়রা ভ্যানের ছয় যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৬ মাসের শিশু ও তার মাকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালকসহ চার জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোসলেম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়